গ্রেফতার

০৮.০৩.২০২১ তারিখ মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১। আজুবা বেগম (৩২), স্বামী- শাহাবুল, সাং- একডালা, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর কে ১৮ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাজাসহ হাতেনাতে গ্রেফতার করে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন

Download

০৯.০৩.২০২১ তারিখ পীরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১। আফরোজা বেগম (৪০), স্বামী-মোঃ রুহুল আমিন, গ্রাম - টুকুরিয়া গাছুয়াপাড়া, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর কে ১০০০ পিস এ্যাম্পুল ইঞ্জেকশন সহ হাতে নাতে গ্রেফতার করে

Download

মাননীয় পুলিশ সুপার রংপুর মহোদয়ের নির্দেশনায় পীরগাছা থানা পুলিশ ইং০৪/০১/২০২০ তারিখ ইটাকুমারী ইউনিয়নের আরাজি ঝিনিয়া হতে পীরগাছা পুলিশ অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ০৫ জন জুয়ারীকে আটক করা।তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা হয়েছে।অপর দিকে নিয়মিত মামলার ০১ আসামীকে গ্রেফতার করা হয়।তাদের আদালতে সোপর্দ করা হয়েছে

Download

নিউজ ডেক্স: রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ কর্তৃক কোতয়ালী থানাধীন ১৯ নং ওয়ার্ডস্থ রাধাবল্লভ ভূমি অফিসের সামনে পাকা রাস্তার

Download

জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার, রংপুর এর দিক নির্দেশনায় ২৭/০৯/২০১৯ খ্রিঃ পুলিশ পরিদর্শক (নিঃ) #মোঃ_শফিকুল_ইসলাম, ডিবি উত্তর, এসআই (নিঃ) #মোঃ_বাবুল_ইসলাম, এবং এএআই(নিঃ) #মোঃ_হাসমত_আলী_ডিবি_উত্তর এর নেতৃত্বে, মিঠাপুকুর থানাধীন ময়েনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালীয়ে ১০০ (#একশত) পিচ ইয়াবাট্যবলেট সহ মাদক ব্যবসায়ী..... মোঃ আবু তাহের @দুলু@খুটা দুলু (৪৬) পিতা-মোঃ নুর ইসলাম, সাং-ময়েনপুর দক্ষিণপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর কে গ্রেফতার করেন। উক্ত মাদক ব্যবসায়ী আবু তাহের @দুলু@ খুটা দুলুর নামে বর্তমান চাঁরটি মাদক মামলা চলমান রয়েছে।

Download

জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম,পুলিশ সুপার, রংপুর এর দিক নির্দেশনায় জনাব, মোহাম্মদ মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার,"বি- সার্কেল"' রংপুর এবং অফিসার ইনচার্জ, বদরগঞ্জ থানা রংপুরের নেতৃত্বে ২৮/০৯/১৯ খ্রিঃ বদরগঞ্জ থানাধীন মুন্সিপাড়ায় #নুহা_কসমেটিকস এর কারখনায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের নকল কসমেটিকস এবং বিপুল পরিমাণ কেমিক্যাল উদ্ধার ও কসমেটিকস তৈরির সরঞ্জামাদিসহ ০৩ জন গ্রেফতার।

Download