সাজা প্রাপ্ত তালিকা
মিঠাপুকুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ (এক) বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
18-Feb-2021
১৭/০২/২১ তারিখ মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রংপুর জেলাধীন কোতোয়ালি সদর থানার সদ্যপুস্করনি ইউনিয়নের কেশবপুর এলাকা হইতে দায়রা ৩৮৮/১৮ সংক্রান্ত ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ২০ লক্ষ টাকা জরিমানা এবং অপর একটি সিআর ৮১১/১৯ মামলার আসামি মোঃ এনামুল হক@মনি, পিতা-মৃত আইয়ুব আলী, সাং-লস্করপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুরকে গ্রেফতার করে। মামলার রায় হওয়ার পর হতে সে গা ঢাকা দিয়েছিল। অবশেষে শেষ রক্ষা হয় নাই তার। ধরা পড়েছে মিঠাপুকুর থানার চৌকশ পুলিশ টিমের কাছে
Download