Recent News

  • অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ এর বিদায় সংবর্ধনাঃ

    অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ এর বিদায় সংবর্ধনাঃ রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব মারুফ আহমেদ এর বিদায় উপলক্ষে বুধবার বেলা ১১টায় রংপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, #জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (#বার) #পিপিএম_পুলিশ_সুপার_রংপুর। অন্যান্যদের মধ্যে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্যে রংপুর জেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন এবং দায়িত্ব পালনকালে তাকে সার্বিকভাবে সহায়তা করায় রংপুর জেলার সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সকলকে দায়িত্ব পালনে অনুরোধের পাশাপাশি তার পরিবারের জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, #জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (#বার) #পিপিএম_পুলিশ_সুপার_রংপুর মহোদয় বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি তার কর্মজীবনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ গত ১৭-০৭-২০১৭ খ্রিঃ তারিখ অতিরিক্ত পুলিশ সুপার (তারাগঞ্জ/বদরগঞ্জ) সার্কেল হিসেবে রংপুর জেলায় যোগদান করে পুলিশ সদস্যদের ওয়েলফেয়ারের বিষয়টি দেখভালের পাশাপাশি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিনয়ী ও সদালাপী এ পুলিশ কর্মকর্তা সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা (ডিএসবি) রাঙ্গামাটি জেলায় বদলি হওয়ায় নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্তে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। রংপুর জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রংপুর, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রংপুর, জনাব মোঃ আরমান হোসেন পিপিএম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুর, জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম, এবং জনাব মোঃ আঃ ওয়াহেদ (আরওআই) রিজার্ভ অফিস, রংপুর এবং জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

  • Give a Reply

Recent News