Recent News

  • রংপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) -২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৬ জুন ২০২২ খ্রি. (সোমবার) বিকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করেন রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক রংপুর জনাব মোঃ আসিব আহসান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী। এসময় পুলিশ সুপার মহোদয় বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তাদের আরও ভালো খেলার জন্য উৎসাহ প্রদান করেন। এসময় রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব মমতাজ উদ্দিন আহমেদসহসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • Give a Reply

Recent News