Recent News
-
"রংপুর জেলা ডিবি'র অভিযানে ২৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক"
*প্রেস রিলিজ (২)* তারিখ: ১৩/১০/২০২৪খ্রি:। "রংপুর জেলা ডিবি'র অভিযানে ২৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক" আজ ১৩ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ দুপুূর ১৩:০৫ ঘটিকায় রংপুর জেলা ডিবি'র এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউপি'র মহিপুর মৌজাস্থ নাহার হোটেলের সামনে রাস্তায় তল্লাশি অভিযান করাকালে একটি রেজিষ্ট্রেশনবিহীন ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেলের চালকের পিছনের সিটে বসা অভিযুক্ত ১। মোঃ আল-আমিন শেখ @ নাজমুল (৩০), পিতা- চাঁন মিয়া শেখ, সাং- বড় হরিশপুর, থানা ও জেলা-নাটোর এর দুই হাঁটুর উপরে থাকা একটি সাদা রংয়ের পুরাতন বাজার করা ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ২৯ (ঊনত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর ১নং অভিযুক্তসহ মোটরসাইকেল চালক অভিযুক্ত ২। মোঃ সাগর আহম্মেদ (২৪), পিতা- রইচ উদ্দিন, সাং- বড় হরিশপুর,থানা ও জেলা- নাটোরদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
-
Give a Reply