Recent News

  • আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হল জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়কে।

    গত (১৪/০৭/২০২২) বিকাল ০৫.৩০ ঘটিকায় জেলা পুলিশ, রংপুর কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়কে। জনাব দেবদাস ভট্টচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয় ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ হিসেবে বদলী হওয়ায় এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মো: আসিব আহসান, পিটিসি, রংপুরের কমান্ড্যান্ট ডিআইজি জনাব বাসুদেব বণিক, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মেহেদুল করিম, পিপিএম-সেবা, র‌্যাব-১৩, রংপুর এর সিও মহোদয়হসহ রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয় রংপুরে কর্মরত সকল উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং রংপুর রেঞ্জাধীন সকল পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কামন্ড্যান্টগণ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আরআরএফ, রংপুরসহ রংপুর শহরস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ ও তাদের সহধর্মীনিগণ এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগত অতিথিগণ বিদায়ী অতিথির কর্মের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন এবং বিদায়ী অতিথিকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম মহোদয় রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে গত ২৯/০৭/২০১৮খ্রিঃ যোগদান করেন। যোগদানের পর হতে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম মহোদয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন তপস্বীপাড়ায় ৮ ফেব্রুয়ারি ১৯৬৮খ্রিঃ জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত দুর্গেশ রঞ্জন ভট্টাচার্য্য পেশায় এক শিক্ষক ছিলেন। ব্যক্তি জীবনে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি শুধু একজন দক্ষ মেধাবী সৎ পুলিশ অফিসারই নন, তিনি একজন ভাল মানের লেখকও বটে। মনে মেঘের ছায়া, জননী জন্মভূমি, আইন সংক্রান্ত ফৌজদারী মামলার তদন্ত ও তদন্ত তদারকী বইগুলো তার লেখা। জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম মহোদয় পুলিশি সেবার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অত্যন্ত মানবিক ও উদার মনের মানুষ হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছেন এই মানুষটি। দক্ষ পুলিশিং ও ভাল কাজের কৃতিত্বের জন্য তিনি ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-পদক প্রাপ্ত হন। ####আইসিটি অ্যান্ড মিডিয়া, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর####

  • Give a Reply

Recent News