Recent News

  • বিত‌র্কের আলোয় বিশুদ্ধ জীবন…..

    পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ, রংপুর আ‌য়ো‌জিত এবং জেলা পু‌লিশ রংপু‌রের পৃষ্ঠ‌পোষকতায় অনু‌ষ্ঠিত হল আন্তঃ পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ, বিভাগীয় বিতর্ক উৎসব-২০২২ । এই প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণ ক‌রে বাংলা‌দেশ পু‌লিশ, রংপুর রেঞ্জ এর আট জেলার পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ এর শিক্ষার্থীবৃন্দ। তীব্র প্রতিদ্ব‌ন্দ্বিতা পূর্ণ এ বিতর্ক অনুষ্ঠা‌নে চুড়ান্ত প‌র্বে দিনাজপুর পু‌লিশ লাইন্স স্কুল‌কে পরা‌জিত ক‌রে পু‌লিশ লাইন্স এন্ড ক‌লেজ, রংপুর চ‌্যা‌ম্পিয়ন ট্রফি অর্জন ক‌রে। দিনব‌্যাপী এ আ‌য়োজ‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বি‌পিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলা‌দেশ পু‌লিশ এবং বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর এবং জনাব মোঃ ফের‌দৌস আলী চৌধুরী , পু‌লিশ সুপার রংপুর, ও সভাপ‌তি , পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ, রংপ‌ুর এবং অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থী, শিক্ষক ও পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ, রংপু‌রের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফেসর ড. কে. এম জালাল উদ্দীন আকবর। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রে বিতর্ক বিকাশ, রংপুর ।বিজয়ী ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ম‌ধ্যে পুরস্কার ও সনদ প্রদা‌নের মাধ‌্যমে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘোষণা করা হয়।

  • Give a Reply

Recent News