Recent News

  • রংপুর জেলা পু‌লিশের পৃষ্ঠ‌পোষকতায় ও পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ, রংপুর এর আয়োজনে দিনব্যাপী আন্তঃ পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ, বিভাগীয় বিতর্ক উৎসব-২০২২ অনু‌ষ্ঠিত হয়েছে।

    গতকাল অনু‌ষ্ঠিত এ প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণ ক‌রে রংপুর রেঞ্জের আট জেলার পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ এর শিক্ষার্থীবৃন্দ। তীব্র প্রতিদ্ব‌ন্দ্বিতা পূর্ণ এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত প‌র্বে দিনাজপুর পু‌লিশ লাইন্স স্কুল‌কে পরা‌জিত ক‌রে পু‌লিশ লাইন্স এন্ড ক‌লেজ, রংপুর চ‌্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে। দিনব‌্যাপী এ আ‌য়োজ‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বি‌পিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ এবং বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর এবং জনাব মোঃ ফের‌দৌস আলী চৌধুরী, পু‌লিশ সুপার, রংপুর ও সভাপ‌তি, পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লেজ, রংপ‌ুর। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন পু‌লিশ লাইন্স স্কুল এন্ড ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফেসর ড. কে. এম জালাল উদ্দীন আকবর। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন মোঃ আশরাফুল আলম পলাশ, সহকারী পুলিশ সুপার (এসএএফ ও অতিরিক্ত দায়িত্ব, সি সার্কেল, রংপুর) এবং সহযোগিতা ছিলো বিতর্ক বিকাশ, রংপুর। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব ফিরুজুল ইসলামসহ বিভিন্ন অংশগ্রহনকারী স্কুলের শিক্ষক- শিক্ষার্থীগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিজয়ী ও রানার্স আপ দলসহ বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ বক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • Give a Reply

Recent News