Recent News
-
" রংপুর গংগাচড়া মডেল থানার অভিযানে ৩০৫ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক"
*প্রেস রিলিজ* " রংপুর গংগাচড়া মডেল থানার অভিযানে ৩০৫ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক" আজ ১৩ নভেম্বর ২০২৪ খ্রি. দুপুর ১৪.৩০ ঘটিকার সময় রংপুর জেলার গংগাচড়া থানার এসআই/মোয়াজ্জেম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৭নং গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট মৌজার হাবু বালারঘাট ব্রীজের সামনে মহিপুর টু রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযুক্ত ১। মোঃ জিয়ারুল ইসলাম (২৫), পিতা-মৃত জোনাব আলী, সাং-ভেলাগুড়ি কাশেম বাজার, ২। মোঃ হারুন অর-রশিদ (২৪), পিতা-মোঃ মিয়াকুল হোসেন,সাং-মধ্যম কাদমা, উভয় থানা- হাতীবান্ধা, জেলা-লালমনিরহাটদ্বয়ের হেফাজত হতে ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন। অতঃপর অভিযুক্তদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গঙ্গাচড়া থানায় মাদক আইনে মামলার রুজু করা হয়।
-
Give a Reply