Recent News

  • " রংপুর গংগাচড়া থানার অভিযানে প্রতারণার ২,৯৬,০০০/- টাকাসহ অর্থ প্রতারক চক্রের একজন আটক"

    *প্রেস রিলিজ* তারিখ: ১৬ নভেম্বর ২০২৪ খ্রি.। " রংপুর গংগাচড়া থানার অভিযানে প্রতারণার ২,৯৬,০০০/- টাকাসহ অর্থ প্রতারক চক্রের একজন আটক" গত ১৫ নভেম্বর ২০২৪ খ্রি. দুপুর ১৩.৩০ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া থানার এসআই/তানজিল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গংগাচড়া থানাধীন ৭নং গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট মৌজার হাবু বালারঘাট ব্রীজের উত্তরে মহিপুর টু রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযুক্ত ১। মোঃ হাছান আলী (৪৭), পিতা-মোঃ আবু তালেব বেপারী, সাং-পুটিমারী পূর্বপাড়া, সিট মনোহরপুর, থানা- পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা এর হেফাজত হতে নগদ ২,৯৬,০০০/- টাকাসহ অর্থ প্রতারণার জন্য ব্যবহৃত টাকার মাপে বান্ডিল কাগজ ও কেমিক্যাল উদ্ধার পূর্বক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে ধৃত প্রতারক মারফতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতারনার শিকার ব্যক্তিকে সংবাদ প্রদান করলে সে থানায় এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় প্রতারণা অভিযোগে মামলা রুজু করা হয়।

  • Give a Reply

Recent News