Recent News
-
”রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ২(দুই) জন ভূয়া পরীক্ষার্থী আটক”
*প্রেস রিলিজ-০২* তারিখ: ২৮/১১/২০২৪খ্রি:। ”রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ২(দুই) জন ভূয়া পরীক্ষার্থী আটক” গত ২৭ নভেম্বর ২০২৪ সকাল ১০.০০ ঘটিকায় রংপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পূর্বে অনুষ্ঠিত Physical Endurance Test-এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর টিআরসি পদে লিখিত পরীক্ষা দিতে আসা ০২(দুই) জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করে রংপুর জেলা ডিবি পুলিশের মাধ্যমে কোতোয়ালি থানা, আরপিএমপি, রংপুরে সোপর্দ্দ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আটককৃতরা হলেন ১। গাজী মিরাজ আহমাদ (২৬) পিতা-মৃত মুসলিমুল হক সিদ্দিকী, মাতা-ফারজানা বেগম, গ্রাম-শ্রীপুর, ইউনিয়ন-মঈনপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ০২। আসাদুজ্জামান মহব্বত (২৪) পিতা-জাহিদুল ইসলাম (জাহিদ), মাতা-মোছাঃ আনজুমান বেগম, গ্রাম-গোলমুন্ডা সরকারপাড়া, ইউনিয়ন-গোলমুন্ডা, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী। এ সংক্রান্ত কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুরে ২টি মামলায় দায়ের করা হয়। *প্রেস রিলিজ-০২* তারিখ: ২৮/১১/২০২৪খ্রি:। [Media Cell, District Police Rangpur] ”রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ২(দুই) জন ভূয়া পরীক্ষার্থী আটক” গত ২৭ নভেম্বর ২০২৪ সকাল ১০.০০ ঘটিকায় রংপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পূর্বে অনুষ্ঠিত Physical Endurance Test-এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর টিআরসি পদে লিখিত পরীক্ষা দিতে আসা ০২(দুই) জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করে রংপুর জেলা ডিবি পুলিশের মাধ্যমে কোতোয়ালি থানা, আরপিএমপি, রংপুরে সোপর্দ্দ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আটককৃতরা হলেন ১। গাজী মিরাজ আহমাদ (২৬) পিতা-মৃত মুসলিমুল হক সিদ্দিকী, মাতা-ফারজানা বেগম, গ্রাম-শ্রীপুর, ইউনিয়ন-মঈনপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ০২। আসাদুজ্জামান মহব্বত (২৪) পিতা-জাহিদুল ইসলাম (জাহিদ), মাতা-মোছাঃ আনজুমান বেগম, গ্রাম-গোলমুন্ডা সরকারপাড়া, ইউনিয়ন-গোলমুন্ডা, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী। এ সংক্রান্ত কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুরে ২টি মামলায় দায়ের করা হয়।
-
Give a Reply