Recent News

  • "রংপুর জেলা ডিবি'র অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারি আটক”

    *প্রেস রিলিজ* তারিখ: ০৭/০১/২০২৫খ্রি:। "রংপুর জেলা ডিবি'র অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারি আটক” আজ ০৭ জানুয়ারি ২০২৫খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় রংপুর জেলা ডিবি'র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউপির পূর্ব ইচলি মৌজাস্থ পূর্ব ইচলি গ্রামের জনৈক মোঃ আরিফ হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে কালীগঞ্জ টু রংপুরগামী পাকা রাস্তার উপরে মাদকবিরোধী অভিযান করাকালে কাকিনার দিক থেকে একটি Dayang 100cc লাল রংয়ের পুরাতন ব্যবহৃত মোটরসাইকেল আটক পূর্বক বিধি মোতাবেক তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় লাল পলিথিন দিয়ে মোড়ানো ঘিয়া রংয়ের স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় ০২ কেজি ৫০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে। উক্ত মোটরসাইকেলের চালক অভিযুক্ত ১। মোঃ আসলাম মিয়া (২৮), পিতা- মোঃ কবির আলী @ ইপালি, মাতা- মোছাঃ আকলিমা বেগম, সাং- চড়হরিকেশ (ওয়ার্ড নং-৪), থানা- কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রামকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News