About

Help Line

আমরা পথ চলতে বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মূখীন হই। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী জনগনকে বিপদে সাহায্য করার জন্য রয়েছে রংপুর জেলা পুলিশ। রংপুর জেলার সকল থানা পুলিশকে দ্রুত সংবাদ দিতে হলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো থানা পুলিশের মোবাইল নম্বর। আর সেই প্রয়োজনের কথা বিবেচনা করে রংপুর জেলার সকল অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি)'দের সরকারী মোবাইল নম্বর আপনাদের সুবিধার্তে এখানে দেওয়া হইল। আশা করি আপনাদের অনাকাঙ্খিত বিপদে নম্বরসমূহ কাজে আসবে। এই নম্বর থানায় ওসি একাই সার্বক্ষনিকভাবে ব্যবহার করেন এবং ২৪ ঘন্টা মোবাইলটি খোলা থাকে। যে সকল কারনে এই সকল নম্বরে ফোন করার প্রয়োজন হতে পারেঃ


০১। পুলিশ ক্লিয়ারেন্স, চাকুরির ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন, ড্রাইভিং লাইসেন্স তদন্ত সহ কোনো পুলিশিসেবা পেতে হয়রানির শিকার হলে।
০২। বাল্যবিবাহ, ইভটিজিং এর সংবাদ জানাতে
০৩। কোন দূর্ঘটনার সংবাদ জানাতে
০৪। কোন অপমৃত্যু সংবাদ জানাতে
০৫। অগ্নিকান্ডের সংবাদ জানাতে
০৬। বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির সংবাদ জানাতে
০৭। কোন পলাতক/ফেরারী অপরাধীদের অবস্থান জানাতে
০৮। মাদকদ্রব্য সম্পর্কে তথ্য প্রদানের জন্য
০৯। অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য প্রদানের জন্য
১০। দাংগা সংঘটনের সংবাদ জানাতে

পদবী মোবাইল নম্বর টেলিফোন নম্বর
পুলিশ সুপার 01320-131300 02-589961233
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) 01320-131302
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) 01320-131303
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) 01320-131304
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) 01320-131346
অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) 01320-131351
অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) 01320-131356
অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) 01320-131361
ডিআই-১, (ডিএসবি) 01320-131366
অফিসার ইনচার্জ , ডিবি 01320-131589
অফিসার্স ইনচার্জ, কোতয়ালী থানা 01320-131381 0521-63090
অফিসার্স ইনচার্জ, গংগাচড়া থানা 01320-131407 05223-56230
অফিসার্স ইনচার্জ, তারাগঞ্জ থানা 01320-131459
অফিসার ইনচার্জ , বদরগঞ্জ থানা 01320-131433
অফিসার ইনচার্জ , মিঠাপুকুর থানা 01320-131485
অফিসার ইনচার্জ , পীরগঞ্জ থানা 01320-131511
অফিসার ইনচার্জ , পীরগাছা থানা 01320-131537
অফিসার ইনচার্জ , কাউনিয়া থানা 01320-131563 05224-56003
কোর্ট পুলিশ পরিদর্শক, রংপুর 01320-131604 0521-62693
পুলিশ পরিদর্শক (টিআই) ট্রাফিক শাখা, রংপুর 01320-131619 0521-61499
পুলিশ কন্ট্রোলরুম, রংপুর 01320-132298 0521-61639
আরআই পুলিশ লাইন্স, রংপুর 01320-131634
প্রধান সহকারী, পুলিশ অফিস, রংপুর 01740-556750
হিসাব রক্ষক, পুলিশ অফিস, রংপুর 01710-72178
জাতীয় জরুরী সেবা 999