পুলিশ ক্লিয়ারেন্স
পুলিশ ক্লিয়ারেন্স
১। আবেদনকারীর পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যে কোন একটি অবশ্যই জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং আবেদনকারীকে/ যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে ।
২। মেশিন রিডেবল পাসপোর্টের (এম আর পি) এর ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে ।
৩। বিদেশে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্টধারী কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে ।
৪। বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে/বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স এই অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয়।
৫। বাংলাদেশের অভ্যন্তরে চাকুরী কিংবা অন্য কোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে ঢাকা এসবি শাখায় যোগাযোগ করুন
৷
more info click here
22-May-2023
পুলিশ ক্লিয়ারেন্স
পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট নিম্নলিখিত বিষয় যাচাই করে দেয়া হয়ঃ-
ক) পড়ালেখা সংক্রান্ত
খ) ব্যক্তিচরিত্র সংক্রান্ত
গ) কোনরুপ ফৌজদারী মামলা আছে কি না তা যাচাই
ঘ) কোন রাজনৈতিক দলের সদস্য আছে কি না তা যাচাই
ঙ) থানা রেকর্ডে তার সম্পকে কোন কিছু লিখিত আছে কি না তা যাচাই
চ) বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই মেট্রোপলিট্রন/জেলা পুলিশের আওতাধীন সংশিস্নষ্ট পুলিশ কমিশনার/পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র দাখিল করতে হয়৷ নিম্নলিখিত বিষয় আবেদনপত্রের সাথে জমা দিতে হয়৷
ক৷ পুলিশ কমিশনার/পুলিশ সুপার বরাবরে সাদা কাগজে আবেদনপত্র
খ৷ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি
গ৷ বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় অনুকূলে ট্রেজারী চালানের মূলকপি
ঘ৷ পাসপোর্টে উলিস্নখিত স্থায়ী বা অস্থায়ী ঠিকানার যেকোন একটি অবশ্যই সংশিস্নষ্ট মহানগর/জেলার অভ্যন্তরে হতে হবে৷
ঙ৷ আবেদনপত্র জমা দেওয়ার পর সংশিস্নষ্ট কমিশনার/পুলিশ সুপার অফিস হতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হবে৷
চ৷ বাংলাদেশে বসবাসরত/কর্মরত বিদেশী নাগরিক/বিদেশী পাসপোর্টধারী ব্যক্তিগন উপরোক্ত কাগজপত্রসহ নিজে অথবা অনুমোদিত ব্যক্তি দ্বারা আবেদনপত্র দাখিল করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন৷
ছ৷ সকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইংরেজী ভাষায় হবে এবং পররাষ্ট্রমন্ত্রণালয় হতে সত্যায়িত করে দেয়া হবে৷
The certificate of police clearance is verified by the following:-
A) Regarding learning
B) Regarding personalization
C) Verify whether any person has criminal cases
D) Verify whether there is a member of any political party
E) Check whether there is anything written in the records of the Thana records
F) Check current and permanent address the application is required to submit a police clearance certificate from the concerned Police Commissioner/Superintendent of Police under the Metropolitan / District Police. The following topics have to be submitted with the application.
A. Application form on white paper with police commissioner / police super
B. Passport Passed Photocopy
C. Copy of the Treasury in favor of any branch of the Bangladesh Bank / Sonali Bank
D. Any one of the permanent or temporary addresses mentioned in the passport must be within the concerned city/district.
E. After submitting the application, a Police Clearance Certificate will be issued from the concerned Commissioner / Superintendent of Police.
F. Foreigners living in Bangladesh / Foreign passport holders / foreign passport holders will be able to collect the police clearance certificate by submitting an application form with the above papers or by the person authorized.
G. All police clearance certificates will be in English and will be certified from the Foreign Ministry
Download